My Youtube video on Translation
Tense
ল্যাটিন
শব্দ Tempus থেকে, Tense –এর উৎপত্তি হয়েছে ।
ক্রিয়া
সংঘটিত হওয়ার সময়কে Tense (কাল) বলে ।
Tense প্রধানত: ৩ প্রকার
1)
Present Tense
2)
Past Tense
3)
Future Tense
প্রত্যেকটিকে
আবার ৪ ভাগে ভাগ
করা হয়-
Present Tense
1) Present
Indefinite Tense
2) Present
Continuous Tense
3) Present
Perfect Tense
4) Present
Perfect Continuous Tense
Past Tense
1) Past
Indefinite Tense
2) Past
Continuous Tense
3) Past
Perfect Tense
4) Past
Perfect Continuous Tense
Future Tense
1) Future
Indefinite Tense
2) Future
Continuous Tense
3) Future
Perfect Tense
4) Future
Perfect Continuous Tense
Present Indefinite Tense
Structure:
Subject+ verb -Gi present form
চিনিবার
উপায়ঃ
সাধারণতঃ ক্রিয়া পদের শেষে ই,ও,য় ইত্যাদি থাকে
।
যেমনঃ
¶
আমি ভাত
খাই ।
Þ I eat rice.
¶
তুমি ভাত
খাও ।
Þ You eat rice.
¶
সে ভাত খায়
।
Þ He eats rice.
Present Continuous Tense
Subject+
am/is/are+ main verb–Gi mv‡_ ing
চিনিবার
উপায়ঃ
সাধারণতঃ ক্রিয়া পদের শেষে তেছি,তেছ,তেছে/চ্ছি,চ্ছ,চ্ছে ইত্যাদি থাকে ।
যেমনঃ
¶ আমি ভাত খাইতেছি/খাচ্ছি
।
Þ I am eating rice.
¶ তুমি ভাত খাইতেছ/খাচ্ছ
।
Þ You are eating rice.
¶ সে ভাত খায়তেছে/খাচ্ছে ।
Þ He is eating rice.
Present Perfect Tense
Subject
+have/has+ verb-Gi past participle
চিনিবার
উপায়ঃ
সাধারণতঃ ক্রিয়া পদের শেষে ইয়াছি,ইয়াছ,ইয়াছে ইত্যাদি থাকে ।
যেমনঃ
¶ আমি ভাত খাইয়াছি ।
Þ I have eaten rice.
¶ তুমি ভাত খাইয়াছ ।
Þ You have eaten rice.
¶ সে ভাত খাইয়াছে ।
Þ He has eaten rice.
Present Perfect Continuous Tense
Subject
+have been/has been+ main verb –Gi mv‡_ ing
চিনিবার
উপায়ঃ
সাধারণতঃ বাক্যে ধরে/যাবৎ/থেকে/হইতে ইত্যাদি
থাকে (বর্তমানকালে কোন কাজ শুরু হয়ে এখনো চলছে এমন বুঝায়।)
যেমনঃ
¶ আমি দু’ঘন্টা
ধরে বইটি
পড়ছি।
Þ I
have been reading the book for two hours.
¶ তুমি দু’ঘনটা
যাবৎ তার
জন্য অপেক্ষা করছ।
Þ
You have been waiting for him for two hours.
¶ সকাল থেকে বৃষ্টি হচ্ছে ।
Þ
It has been raining since morning.
¶ সে সোমবার হইতে জ্বরে ভূগছে।
Þ He
has been suffering from fever since Monday.
Past Indefinite Tense
Subject +verb-Gi past form
চিনিবার উপায়ঃ
সাধারণতঃ ক্রিয়া পদের
শেষে ল,ম
ইত্যাদি থাকে ।
যেমনঃ
¶
আমি ভাত
খাইলাম ।
Þ I ate rice.
¶
তুমি ভাত
খাইলে ।
Þ You ate rice.
¶
সে ভাত খায়ল
।
Þ He ate rice.
Past Continuous Tense
Subject+
was/were+ main verb–Gi mv‡_ ing
চিনিবার
উপায়ঃ
সাধারণতঃ ক্রিয়া পদের শেষে তেছিলাম,তেছিলে,তেছিল/চ্ছিলাম,চ্ছিলে,চ্ছিল
ইত্যাদি থাকে ।
যেমনঃ
¶ আমি ভাত খাইতেছিলাম/খাচ্ছিলাম ।
Þ I was eating rice.
¶ তুমি ভাত খাইতেছিলে/ খাচ্ছিলে ।
Þ You were eating
rice.
¶ সে ভাত খায়তেছিল/খাচ্ছিল
।
Þ He was eating rice.
Past Perfect Tense
Subject
+had+ verb -Gi past participle
চিনিবার
উপায়ঃ
সাধারণতঃ বাক্যে পূ্র্বে/আগে/পরে
ইত্যাদি থাকে ।
যেমনঃ
¶ আমি ভাত খাইয়ার পূ্বে সে আসল।
Þ He
had come before I ate rice.
¶ ডাক্তার আসার পর রোগি মারা গেল।
Þ The
patient died after the doctor had come.
Past Perfect Continuous Tense
Subject
+had been+ main verb–Gi mv‡_ ing
চিনিবার উপায়ঃ সাধারণতঃ বাক্যে গত…ধরে/গত…যাবৎ/গত…থেকে/গত…হইতে
ইত্যাদি থাকে (অতীতকালে কোন কাজ শুরু হয়ে চলতেছিল এমন বুঝায়।)।
যেমনঃ
¶ আমি গত দু’ঘন্টা ধরে
বইটি পড়ছিলাম ।
Þ I
had been reading the book for the last two hours.
¶ তুমি গত দু’ঘন্টা যাবৎ তার জন্য অপেক্ষা করছিলে ।
Þ
You had been waiting for him for the last two hours.
¶ গতকাল সকাল থেকে বৃষ্টি হচ্ছিল ।
Þ
It had been raining since yesterday morning.
¶ সে গত সোমবার হইতে জ্বরে ভূগতেছিল।
Þ He
had been suffering from fever since Monday last.
Future Indefinite Tense
Subject+
shall/will+ main verb
চিনিবার
উপায়ঃ সাধারণতঃ ক্রিয়া পদের শেষে ব,বে
ইত্যাদি থাকে ।
যেমনঃ
¶ আমি ভাত খাইব ।
Þ I shall eat rice.
¶ তুমি ভাত খাইবে ।
Þ You will eat rice.
¶ সে ভাত খায়বে ।
Þ He will eat rice.
Future Continuous Tense
Subject+
shall be/will be+ main verb–Gi mv‡_ ing
চিনিবার
উপায়ঃ
সাধারণতঃ ক্রিয়া পদের শেষে তে থাকিব, তে থাকিবে ইত্যাদি থাকে ।
যেমনঃ
¶ আমি ভাত খাইতে থাকিব ।
Þ I shall be eating
rice.
¶ তুমি ভাত খাইতে থাকিবে ।
Þ You will be eating
rice.
¶ সে ভাত খায়তে থাকিবে ।
Þ He will be eating
rice.
Future Perfect Tense
Subject
+shall have/will have+ verb-Gi past participle
চিনিবার
উপায়ঃ
সাধারণতঃ ক্রিয়া পদের শেষে ইয়া থাকিব, ইয়া থাকিবে ইত্যাদি থাকে ।
যেমনঃ
¶ আমি ভাত খাইয়া থাকিব ।
Þ I shall have eaten
rice.
¶ তুমি ভাত খাইয়া থাকিবে ।
Þ You will have eaten
rice.
¶ সে ভাত খাইয়া থাকিবে ।
Þ He will have eaten
rice.
Future Perfect Continuous Tense
Subject
+shall have been/will have been+ main verb –Gi mv‡_ ing
চিনিবার
উপায়ঃ সাধারণতঃ বাক্যে ধরে…ব/যাবৎ…ব/থেকে…ব/হইতে…ব
ইত্যাদি থাকে (ভবিষ্যতকালে কোন কাজ শুরু হয়ে চলতে থাকবে এমন বুঝায়)।
যেমনঃ
¶ আমি দু’ঘন্টা
ধরে বইটি
পড়তে থাকব।
Þ I
shall have been reading the book for two hours.
¶ তুমি দু’ঘন্টা
যাবৎ তার
জন্য অপেক্ষা করতে থাকবে ।
Þ
You will have been waiting for him for two hours.
চলিত রূপ
Present Continuous Tense
গঠণঃSubject+ am/is/are+ main verb–Gi mv‡_ ing
চেনার
উপায়ঃ
সাধারণতঃ
ক্রিয়া
পদের
শেষে
ছি, ছ, ছে, ছেন
ইত্যাদি
থাকে
। ( চলিত রূপ )
যেমনঃ
1)
আমি কাজটি
করছি।
Þ
I am doing the work.
2) তুমি
কাজটি করছ।
Þ
You are doing the work.
3) সে
কাজটি করছে।
Þ
He is doing the work.
4) আপনি
কাজটি করছেন।
Þ
You are doing the work.
Present Perfect Tense
গঠণঃSubject +have/has+ verb-Gi past participle
চেনার উপায়ঃ
সাধারণতঃ
ক্রিয়া
পদের
শেষে
এছি, এছ, এছে, এছেন ইত্যাদি থাকে । ( চলিত রূপ )
যেমনঃ
1)
আমি কাজটি
করেছি।
Þ
I have done the work.
2) তুমি
কাজটি করেছ।
Þ
You have done the work.
3) সে
কাজটি করেছে।
Þ
He has done the work.
4) আপনি
কাজটি করেছেন।
Þ
You have done the work.
Future Perfect Tense
গঠণঃSubject +shall have/will have+ verb-Gi past participle
চেনার উপায়ঃ সাধারণতঃ ক্রিয়া পদের শেষে এ থাকব, এ থাকবে,এ থাকবেন ইত্যাদি থাকে
( চলিত রূপ )
যেমনঃ
1)আমি
কাজটি করে থাকব।
Þ
I
shall have done the work.
2) তুমি
কাজটি করে থাকবে।
Þ
You
will have done the work.
3) সে
কাজটি করে থাকবে।
Þ
He
will have done the work.
4) আপনি
কাজটি করে থাকবেন।
Þ
You
will have done the work.
Future Indefinite Tense
গঠণঃSubject+ shall/will+ main verb
চেনার উপায়ঃ
সাধারণতঃ
ক্রিয়া
পদের
শেষে
বেন থাকে ।
যেমনঃ
1)
আপনি কাজটি
করবেন।
Þ
You
will do the work.
Future Continuous Tense
গঠণঃSubject+ shall be/will be+ main verb–Gi mv‡_ ing
চেনার উপায়ঃ
সাধারণতঃ
ক্রিয়া
পদের
শেষে তে
থাকব, তে থাকবে, তে থাকবেন ইত্যাদি থাকে । ( চলিত রূপ )
যেমনঃ
1) আমি
কাজটি করতে থাকব।
Þ
I
shall be doing the work.
2) তুমি
কাজটি করতে থাকবে।
Þ
You
will be doing the work.
3) সে
কাজটি করতে থাকবে।
Þ
He
will be doing the work.
4) আপনি
কাজটি করতে থাকবেন।
Þ
You
will be doing the work.
Translate the
following sentences into English.
১)
তারা একত্রে
গল্প করছে।
Þ
২)
আমরা আগামী
পরশু খুলনা
যাব।
Þ
৩)
ছেলেরা ক্রিকেট খেলছে ।
Þ
৪)
মেয়েটি নাচতে
শুরু করল
।
Þ
৫)
বাংলাদেশ ১৯৭১
সালে স্বাধীন হল ।
Þ
৬)
তিনি তোমাকে
উপদেশ দিবেন
।
Þ
৭)
শিশুটি কাদ্
তে কাদ্
তে তার
মায়ের কাছে
এল ।
Þ
৮)
ফারুক অবশেষে
পরীক্ষা পাশ
করেছে ।
Þ
৯)
শবনম আজ
স্কুলে ভতি
হবে ।
Þ
১০)
ডাক্তার আসার
পর রোগী
মারা গেল
।
Þ
১১)
আমরা এখন
টেলিভিশন দেখছি
।
Þ
১২)
শ্রমিকেরা এতক্ষনে কাজটি শেষ
করে থাকবে
।
Translate the following sentences into English.
1)
আমি
কাজটি করিয়াছি।
Þ
2)তারা একটি ঘর তৈরি করল।
Þ
3)
ছেলেটি
কাদতেছিল।
Þ
4)
সে
আগামীকাল এখানে আসবে।
Þ
5)
আমরা
ফুটবল খেলার আগে তার সাথে দেখা করলাম।
Þ
6)
মেয়েরা
পুকুরে সাঁতার কাটিতেছে।
Þ
7)
লোকটি
তার জন্য এক ঘন্টা যাবৎ অপেক্ষা করছে।
Þ
8)
দলটি
শীঘ্রই যাত্রা শুরু করবে।
Þ
9)
শ্রমিকেরা
খালটি খনন করিতে থাকিবে।
Þ
10)
তার
বাবা এতক্ষনে বাড়ি পৌঁছিয়া থাকিবে।
Þ
11)
ছেলেটি
তার বন্ধুকে পাঁচ টাকা দিল।
Þ
12)
আমরা
তাজমহল দেখতে চাই।
Þ
Translate the following sentences
into English.
১) তারা একত্রে গল্প করছে।
Þ
২) আমরা আগামী পরশু খুলনা যাব।
Þ
৩) ছেলেরা ক্রিকেট খেলছে ।
Þ
৪) মেয়েটি নাচতে শুরু করল ।
Þ
৫) বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হল ।
Þ
৬) তিনি তোমাকে উপদেশ দিবেন ।
Þ
৭) শিশুটি কাদ্ তে কাদ্ তে তার মায়ের কাছে এল ।
Þ
৮) ফারুক অবশেষে পরীক্ষা পাশ করেছে ।
Þ
৯) শবনম আজ স্কুলে ভতি হবে ।
Þ
১০) ডাক্তার আসার পর রোগী মারা গেল ।
Þ
১১) আমরা এখন টেলিভিশন দেখছি ।
Þ
১২) শ্রমিকেরা এতক্ষনে কাজটি শেষ করে থাকবে ।
Þ
Translate
the following sentences into English.
¶
কোথাও
কিছু আছে/নাই
¶
কোথাও
কিছু ছিল/ছিল না থাকলে There দ্বারা বাক্য শুরু হবে ।
যেমন
১)টেবিলে দুটি কলম আছে ।
Þ
২)টেবিলে তিনটি কলম নাই ।
Þ
৩)সু্ন্দরবনে অনেক হরিণ ছিল ।
Þ
৪)আমাদের গ্রামে কোন কলেজ ছিল না ।
Þ
¶ কিন্তূ মালিকানা বোঝালে There হবে না ।
১)আমার দুটি কলম আছে ।
Þ
২)আমার কোন কলম নাই ।
Þ
Þ
৪)মেয়েটির কোন ডায়েরী ছিল না ।
Þ

No comments:
Post a Comment